
চট্টগ্রামের দক্ষিণ রাউজানের প্রবাসী ব্যসায়ীর অর্থায়নে ৪০ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ চারটি আরসিসি পাথর ঢালায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সড়কগুলো হলো নোয়াপাড়া ইউনিয়নের কাপ্তাই সড়ক সংলগ্ন পথেরহাট বাজার থেকে শীল পাড়া সড়ক, শেখ পাড়া সড়ক এবং চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া সড়ক ও পূর্ব কচুখাইন থেকে পশ্চিম কচুখাইন সড়ক।
সড়কগুলোর পুনর্নির্মাণের এই উদ্যোগ নিয়েছেন নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়ার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন। এরআগে ব্যবসায়ী জসিম উদ্দিনের অর্থায়নে একই ইউনিয়নের জরাজীর্ণ প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ আরও ৩টি সড়ক আরসিসি ঢালায় করে পুনর্নির্মাণ করে ব্যাপক প্রসংশা কুড়িয়েছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত এক দশকের বেশি সময় ধরে সড়কগুলো সরকারিভাবে সংস্কার কাজ না করায় বিভিন্ন স্থানে খানা খন্দক হয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে যান চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এলাকার মানুষের দুর্ভোগ লাগবের জন্য এই ৪টি সড়ক দীর্ঘস্থায়ী টেকসই সড়ক করার এ উদ্যোগ নেন প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন। স্থানীয় বাসিন্দা হাজী সেকান্দর তালুকদার বলেন- নোয়াপাড়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল দশা দেখে স্থানীয় সরকার বছরে পর বছর চুপ থাকলেও চুপ থাকতে পারেনি নোয়াপাড়া সামমাহালদার পাড়ার দানবীর প্রবাসী ব্যবসায়ী জাসিম উদ্দীন সাহেব। প্রতিদিন বিভিন্ন এলকার মানুষ মানববন্ধ করে তার দৃষ্টি আকর্ষণ করছে এলাকার বেহাল সড়কগুলোর দৃষ্টি দেওয়ার। এই মহৎ ব্যক্তি জসিম উদ্দীন সঙ্গে সঙ্গে সারা দিয়ে মাসের মধ্যেই করে দিচ্ছে এ বেহল সড়কের সংস্কার ও বিভিন্ন উন্নায়ন। আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সড়কগুলোর পাশে ১৪-১৮ ফুট পর্যন্ত প্রশস্ত করা হবে। যার সম্পূর্ণ খরচ এককভাবে প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনের ব্যক্তিগত অর্থায়ণে করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এই সড়কগুলোর নির্মাণ কাজ শেষ করা হবে।
গত ২৯ সেপ্টেম্বর সড়কগুলোর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের বড় ভাই ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ রফিক। এ উপস্থিত ছিলেন- নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ মোকতার আহমদ, আলহাজ মুহাম্মদ আবু তাহের, জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মুহাম্মদ ইয়াছিন, ফারুকে আজম, প্রকৌশলী নুর আম্বিয়া, শিক্ষক খসরুল আমিন চৌধুরী, ব্যবসায়ী সরোয়ার হোসাইন, মাওলানা ফরিদুল ইসলাম আনসারী, সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন, ইউপি সদস্য মাসুদ পারভেজ, ব্যবসায়ী আলহাজ আবু বক্কর সওদাগর, আজিজুল হক, মুহাম্মদ বেলাল, জসিম উদ্দিন মেম্বর, খায়েজ আহমদ, নুর উদ্দিন রওশন, খোরশেদ মেম্বর প্রমুখ। উদ্বোধন শেষে পৃথক পৃথক সড়কে দোয়া ও মোনাজাত করেন আলহাজ কাজী মাওলানা মাহমুদুল হক আল কাদেরী, শাহজাদা মাওলানা আজহার মাইজভান্ডারী এবং মাওলানা মহিউদ্দিন।