ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মহাসড়ক দখল করে কাঁচাবাজার

মহাসড়ক দখল করে কাঁচাবাজার

চট্টগ্রাম-কক্সবাজারের আরকান সড়কের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের শাকপুরা এলাকায় সপ্তাহের দুইদিন রোববার ও বুধবার বাজার বসার কারণে ওইদিন দুপুরের পর থেকে ঐ সড়কের চলাচলরত যানবাহন দীর্ঘ যানজটে আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা। মহাসড়কের দুইপাশ দখল করে ব্যবসায়ীরা কাঁচাবাজার বসার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর চলাচলা করা পরিবহন ও যাত্রীরা দীর্ঘ যানজটের কারণে যথাসময়ে গন্তব্যে পৌঁছতে পারে না। অনেক সময় দেখা যায় নিকট আত্নীয়-স্বজনের মৃত্যুতে সময়মত মৃত ব্যক্তিকে দেখতে গিয়ে ও সঠিক সময়ে এ সড়কের উপর বাজার বসার কারণে মৃত ব্যক্তির বাড়িতেও যথাসময়ে পৌঁছানো সম্ভব হয় না। মহাসড়কের দুইপাশে বাজার বসার কারণে ক্রেতারা মূল সড়কের উপর দাড়িয়ে বাজার ও চলাচল করে। তখন রাস্তার উপর দাড়িয়ে কেনাকাটা করা-ব্যবসায়ীদের পণ্য বিক্রয় করার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সরেজমিন দেখা যায়, প্রতি রোববার ও বুধবার দুপুরের পর থেকেই মহাসড়কের দুইপাশে কাঁচা তরকারি ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের উদ্দেশে ব্যবসায়ীরা রাস্তা দখল করে পণ্যর পসরা সাজিয়ে বসে আছে। সড়কের দুইপাশে বাজার বসার কারণে যান চলাচলের জন্য জায়গা থাকে খুবই কম। এ বাজারে এসে পরিবহনগুলো চলাচল করতে হয় খুবই সতর্কতার সঙ্গে। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি ব্যস্ততম। যানজট ও জনদুভোগের কারণে এ সড়কে চলাচলকাি

র দূরপাল্লার পরিবহনগুলো যানজটে পড়ে বেহাল অবস্থা সৃষ্টি হয়। এ ছাড়া কাঁচাবাজারে আগত ক্রেতা-বিক্রেতা উভয়ই অবস্থান করে সড়কের উপর। তাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনার চরম ঝুঁকিতে থাকে ক্রেতা-বিক্রেতারা। একটু অসাবধানতায় হতে পারে মৃত্যুর আশঙ্কা। সড়ক ও জনপথ অধিদপ্তরের বিধি অনুযায়ী মহাসড়কের পাশে ১০ মিটার জায়গাই সম্পূর্ণ খালি রাখার বিধান রয়েছে। মহাসড়কের নিরাপত্তার স্বার্থে আরকান সড়ক থেকে কাঁচাবাজার সরিয়ে বাজারের ক্রেতা ও বিক্রেতাকে সতর্ক করার পাশাপাশি অভিযান পরিচালনা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত