
নতুন রূপে ফিরতে যাচ্ছে নগরীর আগ্রাবাদের শিশুপার্ক। পার্কটির নতুন নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্ক। আগামী ১ নভেম্বর থেকে পার্কটি পুরোদমে চালু করার আশা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওয়ান্ডারল্যান্ড গ্রুপ ২০ বছরের জন্য পার্কটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে ইজারা নেয়। পুরোদমে পার্ক চালু করার জন্য এরইমধ্যে গেট, ঝর্ণা, রাইডসহ বিভিন্ন সংস্কার কাজ চলতে দেখা যায়। জানা যায়, পার্কে বর্তমানে ১৯টি রাইড রয়েছে। আগামী মাসে এই ১৯টি রাইড দিয়েই পার্ক চালু করা হবে। তবে পরবর্তীতে ধীরে ধীরে নতুন করে আরও ১০টি রাইড যোগ হবে। চলতি মাসে সব কাজ শেষ করতে পুরোদমে কাজ করছেন ২০ থেকে ২৫ জন শ্রমিক। প্রায় সাত একর জায়গাজুড়ে পার্কটি প্রতিষ্ঠিত। তবে এর বাইরে আরও দুই একর মতো জায়গা রয়েছে। যেখানে রেস্টুরেন্ট ও একটি মাঠ রয়েছে। নগরীর আগ্রাবাদ এলাকায় অবস্থিত কর্ণফুলী শিশুপার্ক এক সময় ছিল শিশু-কিশোরদের বিনোদনের অন্যতম কেন্দ্র। সপ্তাহের ছুটির দিনে কিংবা উৎসবের সময়ে শিশুদের নিয়ে পার্কে ভিড় জমান অসংখ্য পরিবার। এটি ছাড়া শিশুদের বিনোদনের মাধ্যম ছিল কাজির দেউরি শিশুপার্ক ও বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকার স্বাধীনতা কমপ্লেক্স। তবে ২০২৩ সালের অক্টোবরে কাজির দেউড়ি শিশুপার্ক সিলগালা করে দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। ২০২৪ সালের ৫ আগস্টের পর আগ্রাবাদ শিশুপার্ক ও স্বাধীনতা কমপ্লেক্স বন্ধ হয়ে যায়। আগ্রাবাদ শিশুপার্ক পুনরায় সংস্কার করে চালু করা হলে নগরবাসীর জন্য গুরুত্বপূর্ণ বিনোদনকেন্দ্র হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পার্কের ভেতরে গিয়ে দেখা যায়, পার্কের প্রবেশমুখে নান্দনিক গেট তৈরির কাজ চলছে। গেটের ভিতরে প্রবেশ করতেই ঝরনা নির্মাণের কাজ চোখে পড়ে। ঝরনা নির্মাণের জন্য চারজন শ্রমিক ওয়েন্ডিং এর কাজ করছেন। রং করা হচ্ছে বিভিন্ন রাইড ও স্থাপনায়। ভেতরের রাস্তাগুলোতেও চলছে মেরামত ও রঙের কাজ। এ সম্পর্কে জানতে চাইলে ওয়ান্ডারল্যান্ড গ্রুপের জেনারেল ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন জানান, পূর্বের প্রতিষ্ঠিত কর্ণফুলী শিশু পার্কের পুরাতন আদল ভেঙে নান্দনিক করার কাজ চলমান রয়েছে।
বর্তমানে নান্দনিক গেট, রাস্তা, ঝরনা, ওয়াশরুম, রাইডের সংস্কাসহ সবকিছু আধুনিকরণের কাজ চলছে। দর্শনার্থীরা পুরাতন এ পার্ককে নতুন রূপে দেখতে পারবে। শুরুর সময় ১৯টি রাইড থাকবে এবং চালু হওয়ার কিছুদিনের মধ্যেই আরও নতুন ১০টি রাইড যুক্ত হবে। আমরা আশা করব এটি নগরবাসীর বিশেষ করে শিশুদের অন্যতম বিনোদন মাধ্যম হবে। তিনি আরও বলেন, আগে পার্ক বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু ছিল। বর্তমানে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে এক্ষেত্রে সকালে ছাত্র-ছাত্রীদের প্রবেশাধিকারে নিরুৎসাহিত করা হবে। জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এসএম সরওয়ার কামাল বলেন, দীর্ঘদিন পার্কটি বন্ধ ছিল। আগে যারা লিজ নিয়েছিল তাদের মেয়াদ শেষ হয়েছে। তাই নতুন করে ওয়ান্ডারল্যান্ড গ্রুপকে ২০ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। এটি চালু হবে শিশুরা বিনোদনের একটি মাধ্যম পাবে।