
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) নতুন ১০টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন (আরটিজি) যুক্ত হয়েছে। এ নিয়ে টার্মিনালটিতে এ পর্যন্ত ১৪টি ক্রেন যুক্ত হয়েছে। ক্রেনগুলো টার্মিনালের অভ্যন্তরে কনটেইনার ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত হবে।
চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি অনুযায়ী সৌদি আরবের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) ২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। চুক্তি অনুযায়ী দুই বছরের মধ্যে অর্থাৎ আগামী বছরের জুনের মধ্যে টার্মিনালটিতে সব যন্ত্রপাতি স্থাপন করার কথা রয়েছে। জানা যায়, গত বছরের জুনে পিসিটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় সৌদি আরবের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএসজিটিকে দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশের প্রথমবারের মতো বন্দরের টার্মিনাল পিপিপির আওতায় দীর্ঘমেয়াদে পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। টার্মিনালটিতে তিনটি জেটি রয়েছে। আরএসজিটি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ক্রেনগুলো সর্বোচ্চ ৪১ টন ওজনের কনটেইনার তুলতে সক্ষম। বিদ্যুৎ ও জ্বালানি তেলের সমন্বয়ে চালিত ক্রেনগুলো জ্বালানি ব্যয় ও কার্বন নিঃসরণ কমাবে। স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে কনটেইনার পরিচালন কাজে গতি বাড়বে। আগামী নভেম্বর থেকে ক্রেনগুলো ব্যবহার শুরু হবে। আরএসজিটি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যারউইন হেইজ জানান, নতুন এ যন্ত্রগুলো টার্মিনালটির কাজের গতি, জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, চট্টগ্রাম বন্দরে লক্ষ্যণীয়ভাবে বেড়েছে কনটেইনার হ্যান্ডেলিং। নতুন ট্যারিফ শিডিউল কার্যকরকে ঘিরে চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা কেটে যাওয়ায় কনটেইনার ডেলিভারির ধুম পড়েছে। সম্প্রতি লরি, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভার, ট্রেইলার মালিকদের গাড়ি না চালানো এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের চার ঘণ্টার কর্মবিরতিতে অচলাবস্থা তৈরি হয়েছিল। চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানান, কর্মবিরতি বা ধর্মঘট নয়, প্রাইম মুভার মালিকরা ৫৭ টাকার পাস ২৩০ টাকা করায় গাড়ি চালানো বন্ধ রেখেছেন। গত ১৪ অক্টোবর রাত থেকেই আমাদের ট্রেইলার চলাচল করছে না।
গত অক্টোবর পণ্যবাহী গাড়ির মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ বৈঠক করে যানবাহনখাতে নতুন ট্যারিফ শিডিউল অনুযায়ী বর্ধিত গেট পাস ফি স্থগিতের ঘোষণা দিলে বিকালে ক্রমে স্বাভাবিক হয় বন্দর থেকে পণ্য ডেলিভারি। বন্দর সূত্রে জানা গেছে, ১৮ অক্টোবর সকাল ৮টা থেকে পরের ২৪ ঘণ্টায় গত রোববার সকাল আটটা পর্যন্ত বন্দর থেকে কনটেইনার ডেলিভারি নেমে এসেছিল ২৯৫টিতে।