
শীত মৌসুম শুরুর আগেই চট্টগ্রামের মিরসরাইয়ে লাফিয়ে বাড়ছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা। গত এক মাসে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী বেড়েছে প্রায় ১০ গুণ।
ডিসেম্বর ও জানুয়ারিতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে চিকিৎসকরা। তাই শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ডায়রিয়া ও নিউমোনিয়া শিশু রোগী ভর্তি হয়। চলতি মাসের ২৩ নভেম্বর পর্যন্ত প্রায় ১০ গুণ বেড়ে ৬৬ জন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে চিকিৎসকরা।
সম্প্রতি মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের দ্বিতীয় তলার উত্তর পাশে শিশু ওয়ার্ডে ১৪টি সিট রয়েছে। কিন্তু একটি সিটও খালি নেই। এ সময় কথা হয় ৮ মাস বয়সি মো. আনাজের পিতা মো. শাহেদেও সঙ্গে তিনি জানান, গত ২০ নভেম্বর নিউমোনিয়া আক্রান্ত হলে আনাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।
পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশু ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন। নিউমোনিয়া আক্রান্ত এক বছর বয়সি ফারহানের পিতা আবু জাফর বলেন, এক সপ্তাহ আগে হঠাৎ ঠান্ডাজনিত কারণে ফারহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় চিকিৎসক বলেন ফারহান নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। পরে শিশু ওয়ার্ডেও ভর্তি দেওয়া হয়।
জানা গেছে, মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ধীরে ধীরে শীতের মাত্রা বাড়ছে। তাই শিশু ও বৃদ্ধরা বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে।