
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ডি ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিটে সীমিতসংখ্যক আসনের বিপরীতে অংশ নিচ্ছেন বিপুলসংখ্যক ভর্তিচ্ছু। ফলে প্রতি আসনের জন্য লড়ছেন প্রায় ৬০ জন শিক্ষার্থী। গতকাল শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত তিনটি বিভাগীয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অধীনে রয়েছে সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ। এছাড়া আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা ও গবেষণা বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত দুটি বিভাগ এই ইউনিটের আওতায় রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ‘ডি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৮৪৯টি। এসব আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থীর।
সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।