
শীতের তীব্রতা বেড়েছে। বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। সর্বত্রই শীতে জবুথবু অবস্থা। এতে অস্বস্তিতে পড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গ্রামের অল্প আয়ের মানুষগুলো। তাই উষ্ণতা পেতে তারা ঝুঁকেছেন পুরাতন গরম কাপড়ের দিকে। উপজেলায় বিভিন্ন স্থান হতে আগত ব্যবসায়ী ভ্যানে করে বিভিন্ন মোড়ে গরম কাপড় বেচাকেনা করছেন। উপজেলার বিবিরহাটের ১নং রাস্তার মাথা, নাজিরহাটের ঝংকার মোড়, মাইজভান্ডার এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায় এসব চিত্র। সেখানে পুরাতন কাপড় বিক্রির ধুম পড়েছে।
তাছাড়া উপজেলার কয়েকটি এলাকায় পাহাড় ও টিলা শ্রেণির হওয়ায় সেখানকার নিম্নআয়ের বাসিন্দারাও পুরাতন গরম কাপড় ক্রয় করতে দেখা গেছে। উপজেলাধীন নাজিরহাট ঝংকার মোড়ে পুরাতন গরম কাপড় ক্রয় করেন মহিন উদ্দিন।
তিনি বলেন, খুব শীত পড়ছে। আমার এলাকায় কিছু হতদরিদ্র মানুষকে গরম কাপড় উপহার দেওয়ার জন্য কয়েকটি জ্যাকেট নিয়েছি কম দামে। সেখানে কথা হয় গরম কাপড় ক্রয় করা ক্রেতা স্থানীয় বাসিন্ধা মো. মোজাহার, রমজান আলী, নুরু উদ্দিন, মো. বেলাল, মো. লোকমান। তারা বলেন, এ বছর শীত বেশি পড়ছে। কম দামে এখান থেকে গরম কাপড় কিনতে এসেছি। মেয়ের জন্য ২০০ টাকা দিয়ে গরম কাপড় ক্রয় করে স্বস্তি প্রকাশ করেছেন বিবিরহাটে ক্রেতা নাছির উদ্দীন। ভ্যানে করে গরম কাপড় বিক্রি করতে আসা ব্যবসায়ী বিক্রেতা ইমন (২৬), কাউছার (২২) জানান, শীতকালীন সময়ে প্রতিবছরের ন্যায় এ বছরেও এ ব্যবসা করে যাচ্ছেন। তারা চট্টগ্রামের নিউমার্কেট এবং রিয়াজ উদ্দিন বাজার থেকে এ গরম কাপড় ক্রয় করে ফটিকছড়ির বিভিন্ন মোড়ে বিক্রি করছেন। সন্ধ্যার দিকে বিক্রি বেশি হয় বলে তিনি জানান।