ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠ মুক্ত দেশ গড়ি-এই পতিপাদ্যে নানা আয়োজনে গতকাল রোববার বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
সিরাজগঞ্জ : র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিসের সামনে থেকে র্যালি বের করা হয়। এ র্যালিতে সিভিল সার্জন ও লেপ্রার কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়। সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ড. জুলিয়া আক্তার, এমওসিএস ডা. মো. রিয়াজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শারমিন খন্দকার, প্রোগ্রাম অর্গানাইজার হাসান আলী মামুন, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জর্জিস হোসেন প্রমুখ।
পাবনা : এ উপলক্ষে পাবনা সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন অফিসের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ্ দেওয়ান, ডেপুটি সিভিল সার্জন ডা. খাইরুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস বৈশাখী, জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. ইশায়াত জামান সুমিত প্রমুখ।