ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

গাছের চারা বিতরণ

গাছের চারা বিতরণ

তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকাঠিতে পাঁচ শতাধিত শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকার সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাড. হাফিজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফলজ, বনজ, ভেষজসহ ১০ প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত