ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় বিজিবির পৃথক পৃথক অভিযানে মাদকসহ আজিরুল ইসলাম (৪৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
গতকাল সোমবার ঠাকুরগাঁও-৫০ বিজিবি’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, গত রোববার বিকালে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন অধিনস্থ ডাবরী বিওপি’র টহলদল দায়িত্ব পালনরত অবস্থায় এলাকার সীমান্ত মেইন পিলার ৩৬৯ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার গেরুয়াডাঙ্গী নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ১০ বোতল ফেনসিডিল এবং ১টি মটরসাইকেলসহ হরিপুর উপজেলার মুন্নাটুলি বেলডাঙ্গী গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে আজিরুল ইসলামকে আটক করে। পরে তাকে হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একইদিন রাতে একই বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৫৬/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দনগাঁও নামক স্থানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৬০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট এবং ৩ গ্রাম গাঁজা উদ্ধার করে।