নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে ৬ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাত দেড়টা থেকে শুরু করে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার খাগকান্দা ইউনিয়নের সম্ভুপুরা গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে ১০-১৫ জনের একটি মুখোশধারী ডাকাত দল প্রথমে জামালের বাড়িতে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও ১টি মোবাইল নিয়ে যায়। পরে একে একে নূর মোহাম্মদের বাড়ি থেকে ১০ হাজার টাকা ও ৩টি মোবাইল, তাসলিমার বাড়ি থেকে ৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন, বাচ্চুর বাড়িতে প্রবেশ করলেও কিছু নিতে না পেরে খাবার নষ্ট ও জিনিসপত্র ভাঙচুর করে যায়।
এর পর লিটনের বাড়িতে হামলা করে ২০ হাজার টাকা, দুটি মোবাইল, কানের দুল ও একটি চেইন লুট করে নেয় ডাকাতদল। এদিকে, এক রাতের মধ্যে ছায় বাড়িতে ডাকাতির ঘটনায় সম্ভুপুরা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং প্রশাসনের কাছে অতিরিক্ত নজরদারির দাবি জানিয়েছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা তদন্ত শুরু করেছি এবং ডাকাতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে।