সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দেলমুড়া গ্রামের সড়ক সংলগ্ন গরুর বাথানে ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া বাজার গ্রামের মিন্টু ও তলট দক্ষিণপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন তুফান।
উক্ত উপজেলার হাটপাঙ্গাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর বাবুল কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজগঞ্জ-রায়গঞ্জ পুরাতন আঞ্চলিক সড়কের উল্লেখিত স্থানে সুলতান মাহমুদের গরুর বাথানে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা বাথানের লোকজনের হাত পা বেঁধে ও দেশীয় অস্ত্রমুখে ৪টি গরু ও ৪টি পাটা রাম ছাগল লুট করে ট্রাকযোগে নিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার ড. ফারুক হোসেনের দিক নির্দেশনায় শনিবার গভীর রাতে ডিবির ওসি একরামুল হোসাইনের নেতৃত্বে একটি দল ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গরু মালিকের একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তারা স্বীকারোক্তি দেয়ার পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং লুণ্ঠিত গরু ছাগল উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।