রাজবাড়ীতে হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র মামলাসহ ৩২টি মামলার পলাতক আসামি কালু হাওলাদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কালু হাওলাদার মাদারীপুর জেলার ঘটকচর (উত্তর কাওয়াকুড়ি) গ্রামের মৃত ফজলু হাওলাদারের ছেলে। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব (পিপিএম) এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বালিয়াকান্দি থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আসামি কালু হাওলাদারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র মামলাসহ ৩২টি মামলা রয়েছে। এরপর রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাজবাড়ী থানা পুলিশের যৌথ দল শরীয়তপুরের পালং থানা, মাদারীপুরের কালকিনি ও সদর থানা এলাকায় টানা দুই দিন অভিযান চালায়। অবশেষে গত রোববার বিকালে মাদারীপুর সদর উপজেলার সূর্যমনি এলাকা থেকে কালু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।