ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ দুইদিন ব্যাপী ‘প্রকিউরমেন্ট অব গুডস ইউজিং রেভিনিউ বাজেট : টিপস অ্যান্ড ট্রিকস’ শীর্ষক সেমিনার গতকাল সোমবার শেষ হয়েছে।
গত রোববার এই সেমিনারটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর দপ্তর ও কম্পট্রোলার অফিসের উদ্যোগে আয়োজিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো. শওকত ওসমান। দুইদিন ব্যাপী এই সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো. শওকত ওসমান ও কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
সেমিনারে প্রকিউরমেন্ট অব গুডস সম্পর্কিত ধারণা, প্রকিউরমেন্ট পদ্ধতি, চাহিদাপত্র তৈরি, উন্নয়ন প্রকল্পের প্রোপোজাল তৈরি ও প্রয়োগসহ এ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব তাসনিম নিশাত ঐশী। দুইদিন ব্যাপী আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকরা অংশগ্রহণ করেন।