ফেনী সদর উপজেলার ফাজিলপুর ওয়ালিয়া ফাযিল মাদ্রাসা প্রিন্সিপাল মুহাম্মাদ মাঈনুদ্দীন খোন্দকার ও শিক্ষক আহমদ উল্যাহসহ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অর্থ লোপাট ও প্রশাসনিক সেচ্ছাচারিতার অভিযোগ করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্যরা। গতকাল বুধবার ফেনী শহরের একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি ড. বেলাল উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক বিদ্যেৎসাহী সদস্য মো. ফজলুল করিম স্বপন, এটিএম কামাল উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ নুরুল আফসার, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ মুসা, মহিউদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য মো. নুরুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অভিযোগের বিষয়ে জানতে মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মাদ মাঈনুদ্দীন খোন্দকারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।