কুড়িগ্রামে ‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের উপর অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়া পাওয়ার চায়নার চিফ রিপ্রেজেন্টটিভ লিও কং, রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (উত্তরাঞ্চল) মাহবুবুর রহমান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান।