মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ ১নং আইনজীবী ভবনে সদর উপজেলা শাখার আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সুপ্রিমকোর্টের আইনজীবী জাহিদ তালুকদারের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট এসএম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সাইফুল্লাহ হায়দার বলেন, ‘২৪-এর প্রেরণা ও সমগ্র দেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টির বিকল্প নেই।
তাই আসুন আমরা হাতে হাত রেখে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তুলি।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রমজান মাহমুদ প্রমুখ।