কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয়অস্ত্রসহ চিহ্নিত চার ডাকাতকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদেরকে পৌর শহরের জগন্নাথপুর এলাকার কমলার মোড় থেকে আটক করা হয়। গতকাল শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- শম্ভুপুরের জরুর মোড় এলাকার মোহাম্মদ আলী লিটন মোল্লা, ঘোড়াকান্দা এলাকার ফয়সাল আলম দিপু, ভৈরবপুর উত্তরপাড়ার স্টেডিয়াম মোড় এলাকার হাবিবুল্লাহ আলিফ ও ফাঁড়ি রঘুনাথপুর এলাকার আব্দুর রহিম।