ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচন নিয়ে সরকারের কথার স্টাইল ভালো না

বললেন হাবিব উন-নবী খান সোহেল
নির্বাচন নিয়ে সরকারের কথার স্টাইল ভালো না

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন নির্বাচন নিয়ে সরকারের কথার স্টাইল ভালো না। আমাদের ধৈর্যের বাঁধ কেউ যেন না ভাঙে। গতকাল বুধবার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আমরা সরকারকে সময় দিয়ে নির্দিষ্ট সময় চেয়েছি। কিন্তু আমাদেরও ধৈর্যের সীমা আছে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সীমা যদি ক্রস করেন, মনে রাখবেন বিএনপি; কিন্তু আন্দোলন স্থগিত রেখেছে, আন্দোলন বন্ধ করে দেয় নাই। বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বললে চিন্তাভাবনা করে বলবেন। বিএনপি সব শক্তিকে মোকাবিলা করে আজকে এ পর্যায়ে এসেছে।

তিনি বলেন, বিএনপি নামের দল যদি বাংলাদেশে না থাকত তাহলে এই বাংলাদেশে টাকা নিয়ে বাজারে যেতে পারতেন না। রুপি নিয়ে বাজার করতে হতো। বিএনপি যদি বাংলাদেশে না থাকত ওই মোদির আরেকটি অফিস থাকত ঢাকায়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে বলেন, ১৫ দিনের মুক্তিযোদ্ধা যদি এসে বলে ১৫ বছরের মুক্তিযোদ্ধাদের আপনাদের কোনো অবদান নেই। আমরাই সব, আপনারা যানগা, তা কি হয়?

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান পুরো আন্দোলনটার নেতৃত্ব দিলেন। এখন শুনি অমুক মাস্টার মাইন্ড, তমুক মাস্টার মাইন্ড। এ সময় তিনি সমাবেশে আসা নেতাকর্মীদের জিজ্ঞেস করেন, এরা কারা? নেতাকর্মীরা তখন এরা ভুয়া ভুয়া বলে স্লোগান তোলেন। সারওয়ার হোসেন লিটনের সঞ্চালনায় ও সাইদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে তখন মঞ্চে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রথম অধিবেশন শেষে দুইজন প্রার্থী থাকায় তাদের নিয়ে কেন্দ্রীয় বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে সভাপতি হিসাবে সারওয়ার হোসেন লিটনকে ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত