চাঁদপুরে ৩১৬ জন বিভিন্ন দুরোগ্য রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের অংশ হিসেবে ৫০ হাজার টাকা হারে ১ কোটি ৫৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।