ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

শিশু ধর্ষণের পর হত্যায় যাবজ্জীবন

শিশু ধর্ষণের পর হত্যায় যাবজ্জীবন

নড়াইলে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে হৃদয় বৈরাগী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। বৈরাগী সদর উপজেলার বীরগ্রামের দিলীপ বৈরাগীর ছেলে। আদালত সূত্রে জানা যায়- ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দুপুরে পাশের বাড়িতে যায় ওই শিশু।

ওই দিন রাতে বাড়ি না ফেরায় পরদিন বাড়ির পাশের পুকুর পাড়ে লাশ দেখতে পান স্থানীয়রা। ৩০ ডিসেম্বর শিশুর বাবা দশরথ বৈরাগী বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত