পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের ছেলেসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের শ্রীরামকাঠি দক্ষিণ বন্দর থেকে তাকে গ্রেপ্তার করে নাজিরপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া। অপহরণ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক প্রধান আসামি শ্রীরামকাঠী ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামের দেলোয়ার শেখের ছেলে মো. নাঈম শেখ (৩০)।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, নাঈম শেখের নেতৃত্বে দুইজন ছাত্রকে অপহরণ করার ফলে তাদের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি অপহরণ মামলায় ওয়ারেন্ট ভুক্ত এক নম্বর আসামি হাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরকে ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। গতকাল শনিবার নাঈম শেখ কে পিরোজপুর বিজ্ঞ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।