ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নবীনগরে কৃষক প্রশিক্ষণ

নবীনগরে কৃষক প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপি উত্তম কৃষি চর্চা এর আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দিনব্যাপী নবীনগর উপজেলা কৃষি অফিস হল রুমে প্রতি ব্যাচে ২৫ জন করে তরুণ কৃষকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক ছিলেন- উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া ড. মোস্তাফা এমরান হোসেন এবং অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ সারমিন জুঁই ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান, সারবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশ এঅচ পরিচালনা হচ্ছে।

আমরা কৃষকদের পাঁচটি মডিউল এবং ২৪৬ প্রকারের অনুশীলনে খাতে কলমে দক্ষ করে গড়ে তুলতে এরইমধ্যে আমরা নবীনগর উপজেলায় ৪৫০ জনকে প্রশিক্ষিত করেছি। ছয়টি কৃষক মাঠ স্কুলের মাধ্যমে ১৫০ জন কৃষককে মৌসুমব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত