ঢাকা রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ভৈরবে কিশোর খুন

ভৈরবে কিশোর খুন

কিশোরগঞ্জের ভৈরবে বোন জামাইয়ের শাবলের আঘাতে রাকিব (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত রাকিব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের নয়াহাটি মহল্লার বাসিন্দা শামসু মিয়ার ছেলে। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটেছে। এছাড়াও এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহতের বড় ভাই জিসান (১৮) জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, মানিকদী গ্রামের নয়াহাটি মহল্লার হাসেম বেপারীর ছেলে ফারুক মিয়ার সঙ্গে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে ফারুক মিয়া শাবল দিয়ে রাকিবের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। এছাড়াও আরেক শ্যালক জিসানকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুই জনকেই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান। ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, বোন জামাইয়ের শাবলের আঘাতে শ্যলক রাকিবের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত