ঢাকা শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ফেনীর ১৮০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট

ফেনীর ১৮০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট

ফেনীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে। নানা উদ্যোগ নিলেও ভর্তির হার বাড়ছে না এসব বিদ্যালয়ে। অভিভাবকদের মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে সন্তানকে ভর্তির আগ্রহকে কারণমনে করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। তবে অভিভাবকেরা বলছেন, প্রাথমিক বিদ্যালয়ের থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পড়াশোনার মান ভালো হওয়ায় তারা সন্তানদের এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন।

ফেনী জেলার ৬টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ফেনী জেলার ৫৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ৫০ এর নিচে ছাত্রছাত্রী ১২টি ও ১৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ১০০ এর নিচে। ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ১ লাখ ৭১ হাজার ৯৪৬ জন শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে। গত বছর (২০২৪) ছিল এক লাখ ৮৩ হাজার ৫৭০জন। যা গত বছর থেকে ১১ হাজার ৬২৪ জন কম। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে উপজেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্যের কোনো মিল নেই। ফেনী জেলার ৬টি উপজেলায় চলতি বছরে ভর্তিকৃত শিশুর সংখ্যা ৭২ হাজার ৭৯৫ জন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ৯ এপ্রিলের আপডেটকৃত তথ্য অনুযায়ী, ফেনী সদর উপজেলায় ৭৪৪৮১ জন, সোনাগাজী উপজেলায় ২৯৯২৮ জন, দাগনভুঁঞা উপজেলায় ২৭৩৮৪ জন, ফুলগাজী উপজেলায় ১৫৩৩৩ জন, ছাগলনাইয়া উপজেলায় ১১০৫০ জন, পরশুরাম উপজেলায় ১৩৭৭০ জন দেখানো হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ফেনী সদর উপজেলায় ২৩৩৮৪জন, সোনাগাজী উপজেলায় ১৩৬৬৯ জন, দাগনভুঁঞা উপজেলায় ১৬৮২২ জন, ফুলগাজী উপজেলায় ৬৭৮৫ জন, ছাগলনাইয়া উপজেলায় ৪৮১৫ জন, পরশুরাম উপজেলায় ৭৩২০ জন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর (২০২৫ সালে) বিদ্যালয়ে গমন উপযোগী পাঁচ বছরের বেশি ১০ বছর পর্যন্ত শিশুর সংখ্যা দেখানো হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৬২ জন। যা ভর্তিকৃত শিশুর থেকে ২ হাজার ৮১৬ জন বেশি। যা মোট ভর্তির ৯৭.৪৮%। কিন্তু বাস্তবে এর চিত্র উল্টো। সরেজমিন জেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ে থেকে দ্বিগুণ ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে মাদ্রাসা ও কিন্ডারগার্ডেন। জানা যায়, ফুলগাজী উপজেলার নিলখী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ জন, পেছিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ জন, আমেনা বেগম উত্তর আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৩ জন, দেবীপুর ফেরদৌস আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ জন ছাত্রছাত্রী রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত