রাঙামাটিতে প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার- বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার- এই প্রতিপাদ্যে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জোবাঈদা আক্তার বলেন, শুধু বিদেশ যেতে চাইলেই হবে না, আগে প্রশিক্ষণ নিতে হবে। যে দেশে যেতে চাই, সে দেশের শ্রমবাজার সম্পর্কে জানতে হবে। ভাষাজ্ঞান থাকলেই চলবে না, প্রযুক্তিগত দক্ষতাও অর্জন করতে হবে। নিরাপদ অভিবাসনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেমিনারে সভাপতিত্ব করেন রাঙামাটি টিটিসির অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম। তিনি বলেন, টিটিসিতে শিক্ষকের ঘাটতি, জরাজীর্ণ ভবন, দুর্বল আবাসন ও যোগাযোগব্যবস্থার মতো নানা সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতিবছর এখান থেকে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। আমরা যদি প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন করতে পারি, তবে পাহাড় থেকেও আন্তর্জাতিক মানের প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল বলেন, টটিসি শুধু প্রশিক্ষণের কেন্দ্র নয়, এটি একটি সম্ভাবনার বাতিঘর। এই প্রতিষ্ঠানকে ঘিরে অনেক তরুণের ভবিষ্যৎ গড়ে ওঠে। সুতরাং সরকারের উচিত এর প্রতি বিশেষ নজর দেওয়া। অনুষ্ঠানে টিটিসির ইন্সট্রাক্টর মো .জাফর খা?ন, শহিদ আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরীসহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, টিটিসির প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।