কুড়িগ্রামে রৌমারী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিককে ২২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রৌমারী থানা পুলিশের একটি দল রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকায় বিশেষ অভিযান চালায়।
সকাল ৭টা ৪৫ মিনিটে ওসি নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিজ বাড়ি থেকে মো. রফিক হোসেন (৩৬) নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম রৌমারীর চর নতুন বন্দর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। গ্রেপ্তারের সময় ২টি মোবাইল ফোনসহ ২২১০০ পিস ইয়াবা জব্দ করে। গ্রেপ্তার রফিক হোসেনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
একই অপরাধে তার বিরুদ্ধে রৌমারী থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্য একটি পৃথক মামলা করা হবে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি’র অফিসার ইনচার্জ মো. বজলার রহমান জানান, পুলিশ মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে।