ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নবীনগরে গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে গ্রন্থের মোড়ক উন্মোচন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশিষ্ট লেখক, গীতিকার, গায়ক, সমাজকর্মী ও সাংবাদিক মোহাম্মদ হোসেন শান্তি রচিত অনুপ্রেরণামূলক গ্রন্থ ‘অলরাউন্ডার’-এর জমকালো মোড়ক উন্মোচন ও ৫০তম জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। গতকাল সোমবার নবীনগর আয়েশা আমজাদ টাওয়ার অডিটোরিয়ামে সর্বজনীন গ্রুপের আয়োজনে এবং সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বজনীন গ্রুপের পরিচালক আবু কাওছার এবং সঞ্চালনায় ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ। লেখক মোহাম্মদ হোসেন শান্তি বলেন- অলরাউন্ডার কেবল একটি বই নয়, এটি একটি মানসিক অনুপ্রেরণার প্রতীক। জীবনের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, কর্ম, মানবিকতা নিজেকে গড়ে তোলার পথনির্দেশ হিসেবে কাজ করবে এ বইটি। তিনি আরও জানান, বইটিতে আত্মউন্নয়ন, আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের মতো বিষয়গুলো স্থান পেয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত