ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পূর্বধলায় পাট চাষিদের নিয়ে কর্মশালা

পূর্বধলায় পাট চাষিদের নিয়ে কর্মশালা

নেত্রকোনার পূর্বধলায় পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির ভাপতিত্বে উপজেলা পাট কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন, পাট অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক সিমু আক্তার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ যোবায়ের হোসেন। প্রশিক্ষণের উদ্বোধনী বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির বলেন, বাংলাদেশের হারানো ঐতিহ্য

সোনালী আঁশ নামে খ্যাত পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭০ জন পাট চাষি অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত