মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল চা-বাগানের মেধাবী ছাত্রী ইতি গৌড় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ফিন্যান্স বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে।
বরমচাল চা-বাগান থেকে প্রথমবারের মতো কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন। এই কৃতিত্বের জন্য মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে। গত রোববার জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ইতিকে আমন্ত্রণ করে শুভেচ্ছা জানান, মিষ্টিমুখ করিয়ে এবং তার এই সাফল্যের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাকে আর্থিক পুরস্কার প্রদান করেন। পুলিশ সুপার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার এই স্বপ্ন বাংলাদেশে অনেক শিক্ষার্থী দেখে, তবে পরিশ্রমী ও মেধাবীরাই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। একটি চা-বাগানের সীমিত সুযোগের মধ্যেও ইতি যেভাবে মেধা ও অধ্যবসায়ের সাফল্য অর্জন করেছে তা সত্যি প্রশংসনীয়।
পুলিশ সুপার আরও বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তার সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে কিছু অর্থ পুরস্কারের ব্যবস্থা করেছি। মেধাবি ইতি ভবিষ্যতে দেশ-বিদেশে আরও সাফল্য অর্জন করে মৌলভীবাজারের নাম উজ্জ্বল করবে। চা বাগানের অন্য ছেলে মেয়েরাও ইতি গৌড়ের মতো এগিয়ে যাবে সেই প্রত্যাশাই রইল। এ সময় উপস্থিত ইতির পিতা শংকর গৌড় এ সম্মাননা ও সহযোগিতার জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার মেয়ের জন্য সবার কাছে আশির্বাদ ও দোয়া কামনা করেন।