ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দলীয় প্রতিপক্ষের হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত

দলীয় প্রতিপক্ষের হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির অন্তঃকোন্দলে প্রতিপক্ষের হামলায় উপজেলা সদস্য সচিবসহ ১৫ আহত হয়েছে। গত রোববার রাতে বারইয়ারহাট পৌরবাজারে জোবেদা ফার্মেসির সামনে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নুরুল আমিন এবং আরেক যুগ্ম-আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটন, বিএনপি নেতা গোলাম মাওলা, কাশেম মাহফুজ, শাফায়েত হোসেন শুভ, শাহীন আলম নিশাত, তানবীর হোসেন, মো. বাদশা, জাহিদুল ইসলামসহ বেশ কয়েকজন নেতাকর্মী। গুরুতর আহত অবস্থায় গোলাম মাওলা ও কামশে মাহফুজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত রোববার রাতে জোরারগঞ্জ থানায় বিক্ষোভ করে উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে তাদের অনুসারীরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে রাতে মাঈনুল ইসলাম রাহাত নামে আহত এক জন ৩০ জন এজাহার নামীয় ও অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেন। এদিকে গতকাল সোমবার হামলার প্রতিবাদে মিরসরাই পৌর সদরে ও বারইয়ারহাটে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে উভয় গ্রুপ। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. সালাউদ্দিন জানান, হামলায় আহত হওয়া ৪ জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। গোলাম মাওলা ও কাশেম মাহফুজ নামে দুইজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, বিএনপির দলীয় কোন্দল থেকে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত