ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

স্ত্রী তালাক দেওয়ায় এক মণ দুধে গোসল করলেন নলডাঙ্গার যুবক

স্ত্রী তালাক দেওয়ায় এক মণ দুধে গোসল করলেন নলডাঙ্গার যুবক

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক স্ত্রী তালাক দেওয়ায় প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করলেন পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে ও চা দোকানি শাকিল মন্ডল (৩২) নামে এক যুবক। গত রোববার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর (স্টেশন) এলাকায় প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন।

স্থানীয়রা জানান, ১৪ বছর আগে চা দোকানি শাকিল মন্ডল উপজেলার পূর্ব মাধনগর এলাকার আঙ্গরি নামে এক তরুণীকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের সংসারে প্রায় বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি লেগে থাকতো। মাঝে মধ্য স্ত্রী ও শ্বাশুড়ি তাকে মানসিকভাবে নির্যাতন করতেন। এরই এক পর্যায়ে স্ত্রী আঙ্গরি গত ১ জুন স্বামী শাকিল মন্ডলকে তালাক দেন। তালাক দেওয়ায় মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার স্বস্তিতে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে প্রতিবাদ জানান ওই যুবক।

তালাকপ্রাপ্ত প্রাপ্ত শাকিল মন্ডল বলেন, ১৪ বছর আগে তাকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। সে আমাকে তালাক দিয়েছে। আপনারা কেউ বিয়ে করলে পরিবার ও মেয়ে কেমন? শ্বাশুড়ি কেমন? তা জেনে-শুনে এবং যাচাই-বাচাই করে বিয়ে করবেন। আমার মতো কেউ মানুসিক যন্ত্রণা ও নির্যাতনের স্বীকার হবেন না। আমি মানুসিক যন্ত্রণা এবং এ কলঙ্ক জীবন থেকে মুক্তি পেয়েছি। সেজন্য নিজেকে পবিত্র করতে দুধ দিয়ে গোসল করেছি। আজ থেকে আমি মুক্ত!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত