ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ১২টায় সদর উপজেলার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আটক জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গোপন তথ্যেরভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৯ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মুনসুর আহমেদ সভাপতি এবং নজরুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন। পরবর্তীতে ২০২১ সালের ৮ জানুয়ারি দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে পূর্ণাঙ্গ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত