নতুন কোনো করারোপ না করে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের ৪২ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৩৭৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার পৌরসভার সভাকক্ষে দাউদকান্দি পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম এই বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম। বাজেটে মোট রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৪২কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৩৭৭ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ১৩ কোটি ২৩ লাখ ৪১ হাজার ৩৩২ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার টাকা। উন্নয়ন আয় ২৯ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৪৫ টাকা এবং উন্নয়ন ব্যয় ২৭ কোটি ১৫ লাখ টাকা। বাজেটে উদ্ধৃত্তি ধরা হয়েছে ৬ কোটি ১৭ লাখ ২ হাজার ৩৭৭ টাকা। বাজেট ঘোষণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দাউদকান্দি উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী এইচএম কামরুজ্জামান, হিসাব রক্ষক মো. শাহাদাত হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর মো. কামরুজ্জামান, কার্য্য সহকারী আব্দুল আহাদ প্রমুখ।