ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের কালিদাস পাহালিয়া নদীতে নির্মিত ব্রিজের ক্ষতিগ্রস্ত গতকাল পরিদর্শন করেন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালযের সচিব মোস্তাফিজুর রহমান, সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) সোহেল রানা, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মা, জেলা দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পুর) আক্তার হোসেন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার লুবনা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মনির হোসেন খান, নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, ফেনী জেলা পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুরুন নবী, নবাবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সচিব মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী রবিউল হোসেন প্রমুখ।