দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও রক্ষার লক্ষ্যে শৈলকুপা উপজেলায় গতকাল সোমবার অবৈধ চায়না দুয়ারী ও ফিক্স ইনজিল জালের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই অভিযান চলাকালীন বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি ৫ নং কাচেরকোল ইউনিয়নের কচুয়া বাজার, ৩ নং দিগনগর ইউনিয়নের তামালতলা বাজার, পৌরসভার কবিরপুর নতুন ব্রিজের নিচ থেকে মোট ২৮টি অবৈধ জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেন। মূল উদ্দেশ্য হলো দেশীয় মাছের প্রজনন ও টিকে থাকার পরিবেশ রক্ষা করা। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, যেসব স্থানে এসব অবৈধ জাল আপব্যবহার হচ্ছে, সেখানে পর্যায়ক্রমে আরও কঠোর অভিযান চালানো হবে।