ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

চুয়েটে অনলাইন ক্লিয়ারেন্স চালু

চুয়েটে অনলাইন ক্লিয়ারেন্স চালু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ গতকাল সোমবার থেকে চালু হয়েছে ‘শিক্ষার্থীদের অনলাইন ক্লিয়ারেন্স; সিস্টেম। গতকাল এ সিস্টেমের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। তিনি এই সিস্টেম সুন্দরভাবে চালু রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি এই সিস্টেম তৈরি ও চালুতে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত: ক্লিয়ারেন্স ফরম নিয়ে শিক্ষার্থীদের খুব দুর্ভোগে পড়তে হতো। প্রায় ২০০ জনের স্বাক্ষর গ্রহণ করতে হতো এই ম্যানুয়াল ক্লিয়ারেন্স ফরম এর জন্য। অনেক ক্ষেত্রে স্বাক্ষরকারীকে না পাওয়ার কারণে এই কাজ সম্পাদনে দীর্ঘসূত্রিতা দেখা দিত। বর্তমানে চালুকৃত অনলাইন ক্লিয়ারেন্স ফরম এর জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজ বিভাগ, নিজ হল এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে গমন করতে হবে। অন্যান্য সব স্বাক্ষর আইআইসিটি, চুয়েট কর্তৃক তৈরি সফটওয়্যার এর মাধ্যমে সংগ্রহ করতে পারবে। এই ক্লিয়ারেন্স ফরম এর জন্য বিভিন্ন শাখা তাদের পাওনা/অভিযোগ/জরিমানা এর এন্ট্রি দিতে পারবে। একজন শিক্ষার্থী তার নিজস্ব পোর্টাল এর মাধ্যমে তার বিরুদ্ধে আনীত পাওনা/অভিযোগ/জরিমানা অবলোকন করতে পারবে। এসব পাওনা/জরিমানা জমা প্রদান এবং অভিযোগ সমাধানের মাধ্যমে তার অনলাইন ক্লিয়ারেন্স এর কাজ সম্পাদিত হবে। যেকোনো শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে সব অভিযোগ নিস্পত্তি সাপেক্ষে নিজস্ব পোর্টালের মাধ্যমে অনলাইন ক্লিয়ারেন্স জেনারেশনের আবেদন সাপেক্ষে ক্লিয়ারেন্স প্রাপ্ত হবে। এতে করে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে লাঘব করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত