বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর কটুক্তি বক্তব্য দেওয়ায় ৪নং মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার বিকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ ইউনিয়ন পরিষদের আইন না মেনে সরকারি প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা, ইউপি কার্যালয়ে জামায়াতের সভায় প্রকাশ্যে তারেক রহমানের কটুক্তি করে সংবিধান লঙ্ঘনের অপরাধ করেছেন। এ জন্য তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এমএ হাসান, আলহাজ মনিরুজ্জামান বেল্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক গোলাম রসুল, ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ।