ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ফটিকছড়িতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ফটিকছড়িতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর (কওমী) মাদ্রাসায় এলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ইউসুফ এস ওয়াই রামাদান। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি আকস্মিক এই সফরে আসেন। রাষ্ট্রদূত মাদ্রাসায় এসে পৌঁছলে দায়িত্বশীল শিক্ষক ও হেফাজতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে রাষ্ট্রদূত হেফাজত আমিরের তার অফিস কক্ষে পূর্ব নির্ধারিত বৈঠকে মিলিত হন। এ সময় রাষ্ট্রদূতের সফর সঙ্গী হাইকমিশনের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা ছাড়াও হেফাজতে ইসলামের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জানতে চাইলে বিষয়টি স্বীকার করে হেফাজতে ইসলামের ফটিকছড়ি উপজেলা শাখার আমির ও মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আইয়ুব বাবুনগরী বলেন- মাদ্রাসায় এটি ফিলিস্তিন রাষ্ট্রদূতের আকস্মিক সফর। মূলত ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ফিলিস্তিনের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে তিনি হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ছুটে এসেছেন। এর বাইরে ইসলাম ও দেশের নানাবিষয় নিয়ে দুইজন একান্তে কথা বলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত