
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বোনের সিজার করাতে এসে ক্লিনিকের ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সুমী আক্তার (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল রোববার বিকালে ভাণ্ডারিয়া পৌর শহরের লাবণ্য ক্লিনিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি ভান্ডারিয়া উপজেলার ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের নদমূলা গ্রামের বাদল মোল্লার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, তার বোন সুমাইয়ার সিজারিয়ান অপারেশনের জন্য ক্লিনিকে ভর্তি করাতে আসে পরিবার। সেখানে অবস্থানকালে তার ধোয়া কাপড় ছাদ থেকে উড়ে গিয়ে পাশে অবস্থিত মসজিদের ওযুখানার ছাদে পড়ে।