বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ হারুনুর রশিদ ওরফে তাহের (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার নসরতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হারুনুর রশিদ ওরফে তাহের আদমদীঘির নসরতপুর ইউপির ধনতলা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় মাদকবিরোধী অভিযানকালে আদমদীঘি উপজেলার নসরতপুর বাজার এলাকা থেকে মাদক বেচাকেনার সময় ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার ওসি বলেন- মাদক আইনে মামলা করে আসামিকে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।