ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কলমাকান্দায় মহাদেও নদ থেকে বালু জব্দ

কলমাকান্দায় মহাদেও নদ থেকে বালু জব্দ

নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদ থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ নৌকা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে বিশরপাশা বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে অভিযুক্ত চামারদানী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বাবুল মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত