
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ নার্সিং এসেসিয়েশনের (বিএনএ) মহাসচিব আসাদুজ্জামান জুয়েল গতকাল রোববার দুপুরে হামলার ঘটনাস্থল (হাসপাতাল) পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে বিএনএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কোহিনূর বেগম ও সাধারণ সম্পাদক নাছিমা বেগমসহ বিএনএ’র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বিএনএ কেন্দ্রীয় ও জেলা নেতা স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিএনএ’র সংশ্লিষ্টরা। পরে বিএনএ মহাসচিব ও নেতারা মারধরে আহত হাসপাতালে চিকিৎসা নেওয়া সেলিনা সুলতানাকে দেখতে যান ও তার খোঁজখবর নেন। এ বিষয়ে বিএনএ মহাসচিব আসাদুজ্জামান জুয়েল বলেন, হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন নার্সকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনাটি খুবই উদ্বেগজনক। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি চাই। পাশাপাশি এ ঘটনার পরপর তাৎক্ষণিক প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তার ও পদক্ষেপ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ সময় বিএনএ নেতাদের সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. কিশলয় সাহা ও আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তামিম রায়হান উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি থাকা জরিনা বেগম নামের এক রোগীকে সেবা দিতে দেরি করায় রোগীর স্বজনেরা সেলিনা সুলতানা নামের নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। পরে এ ঘটনায় হাসপাতালের আরএমও বাদী হয়ে নবীনগর থানায় মামলা করলে পুলিশ রোগী জরিনা বেগমের ছেলে রায়হান (২৪) নামের এজহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে।