
পিরোজপুরের কাউখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীর উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় চিকিৎসা গ্রহণ করতে আসা প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও বহিরাগত রোগীদের চিকিৎসা পত্র ও ঔষধ বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে চিকিৎসা পত্র প্রদান করেন- নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম অধ্যাপক রুস্তম আলী তালুকদারের জ্যৈষ্ঠ কন্যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক যৌন ও চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক রেবেকা সুলতানা।
তিনি তার জন্মস্থান পৈত্রিক বাড়িতে উপস্থিত হয়ে এলাকার দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের এলার্জি, মেসতা, শ্বেতী, কুষ্ঠ রোগ ও যৌন রোগের চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা পত্রের সঙ্গে অধিকাংশ রোগীকে তিনি বিনামূল্যে ওষুধ প্রদান করেন।