
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারবেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীরা। খসড়া ভোটার তালিকা নাম প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ না হওয়ার আসন্ন রাকসু নির্বাচন ভোটার হতে পাচ্ছেন না প্রথম বর্ষের শিক্ষার্থীরা দাবি নির্বাচন কমিশনারের। গত ৬ আগস্ট রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন- রাকসু নির্বাচন কমিশনার। এ খসড়া ভোটার তালিকা নাম নেই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীদের।
গত ২৮ জুলাই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে রোল ও হল অ্যাটার্স না থাকায় রাকসুতে ভোটার হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। খসড়া ভোটার তালিকা অনুযায়ী, এবারের রাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ২৫ হাজার ১২৭ জন। এরমধ্যে ছাত্র ভোটার ১৫ হাজার ৪৪০ জন ও ছাত্রী ভোটার ৯ হাজার ৬৮৭ জন। মোট ভোটারের ৬১ শতাংশের বেশি ছাত্র আর ৩৮ শতাংশ ভোটার ছাত্রী। এ বিষয়ে রাকসু নির্বাচনে প্রধান কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বলেন, ‘রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি। তাই তারা রাকসু নির্বাচনের ভোটার তালিকায় তাদের নাম নেই।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ‘রাকসু নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার আগে তাদের ভোটার করতে যেসব প্রোসেস দরকার সেটা এখনও প্রস্তুত হয়নি। তাদের রোল, হল অ্যাটাস তৈরি হয়নি। এখন এ কার্যক্রমগুলো শেষ করতে গেলে আর এক-দুই মাস নির্বাচন পিছিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘তফসিল ঘোষণার আগ পর্যন্ত যারা নিয়মিত শিক্ষার্থী ছিলেন তাদেরকে ভোটার করা হয়েছে। রাকসু নির্বাচন প্রতিবছর হবে। তারা এবছরের নির্বাচনে ভোটার না হলেও সামনের বছর হবে।’