
দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো তথ্য-
সিরাজগঞ্জ : জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন- জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ র্যালি জেলা প্রশাসকসহ বিভিন্ন কর্মকর্তা অংশ নেন। পরে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শণ ও সম্মাননা সনদসহ ক্রেস্ট প্রদান করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা নুরুন্নবী খান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, মৎসজীবী আব্দুস সাত্তার মোল্লা, মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান বাবু, আলমাস আহমেদ, নুরুল ইসলাম নুরু প্রমুখ।
আলোচনা সভায় অন্যান্য বক্তা উক্ত জলাশয়ের দেশি মাছ উৎপাদনে মনোনিবেশ করার আহ্বান জানান। এ অনুষ্ঠানে মৎস্যজীবীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস তুলে দেন প্রধান অতিথি। এদিকে জেলার সবকয়টি উপজেলায় এ কর্মসূচি পালিত হয়। তবে যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বিশেষভাবে পালিত হয়েছে।
তাড়াইল (কিশোরগঞ্জ) : উপজেলা পরিষদ ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। তাড়াইল উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) অমিত পন্ডিতের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলার মৎস্যজীবী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
কলমাকান্দা (নেত্রকোনা) : উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্যজীবী মো. সাইরুল ইসলাম, মো. মানিক আজাদ ও বাছির উদ্দিন তালুকদার সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়।
নওগাঁ : উপজেলা মিলনায়তনে নওগাঁ জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলীর সভাপতিত্বে এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, জেলা প্রাণিসম্পদ ট্রেনিং অফিসার ডা. গোরাংগ কুমার তালুকদার, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম বক্তব্য রাখেন।
এসময় জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য চাষি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা মিলনায়তনে এসে উপজেলা পরিষদের পুকুরের মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
কেন্দুয়া (নেত্রকোনা) : উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমদাদুল হক তালুকদার।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার সফল ও কৃতী মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
মুরাদনগর (কুমিল্লা) : প্রশাসন, মৎস্য বিভাগ এবং স্থানীয় মৎস্য চাষিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং সফল মৎস্য চাষি সিরাজুল ইসলাম। আলোচনা সভা শেষে, উপজেলায় মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য কয়েকজন সফল মৎস্য চাষিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু, আইসিটি কর্মকর্তা রাফেদ খাঁন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফী আহমেদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মৎস্য চাষি বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং পরে মৎস্য পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
কেশবপুর (যশোর) : উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীব বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দীন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী প্রমুখ। আলোচনার পূর্বে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে, একটি র্যালি বের করা হয়।
ঝিনাইদহ : পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন- জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, সদর উপজেলা মৎস কর্মকর্তা গোলাম সরোয়ারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মোরেলগঞ্জ : উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রনজিত কুমার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকঞ্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবউল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা।
সাঘাটা (গাইবান্ধা) : মৎস্য দপ্তরের আয়োজনে র্যালি ও মৎস্য অবমুক্তের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। পরে সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, জামাতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক ইনামুল হক সরকার, মৎস্য বীজ উৎপাদন খামার গোবিন্দগঞ্জের ব্যবস্থাপক মশিউর রহমান ও ক্ষেত্র সহকারী হিমন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সহকারী প্রোগ্রামার কামরুজ্জামান। আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষিকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
ঝালকাঠি : জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করেন- প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, জেলার উপজেলা পর্যায়ের মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীল।
ঝিনাইগাতী : তিন সফল মৎস্য খামারিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরিণত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রজব আলী। এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, শিক্ষক মো. রোস্তম আলী, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, মৎস্য চাষি মো. আব্দুল আওয়াল প্রমুখ।
বিরামপুর (দিনাজপুর) : উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপুল চন্দ্র চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে সফল মৎস্য খামারিদের পদক প্রদান করা হয় এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।
ভান্ডারিয়া (পিরোজপুর) : উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, মৎস্য প্রতিনিধি জিয়া উদ্দিন, মাকছুদুর রহমান, মৎস্যজীবী মো. ফজলুল হক, মো. কামাল হোসেন প্রমুখ।
বেলাব (নরসিংদী) : উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বেলাব উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দিলীপ কুমার ধরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম। এই সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোসাম্মৎ খাদিজা আক্তার, বেলাব উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হকসহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সেরা মৎস্য চাষি, উদ্যোক্তা ও মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সফল উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
চাঁদপুর : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠানমালার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা। পরে সদর উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন- জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অতিথিরা। এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও মৎস্য সম্পদ উন্নয়নে বিভিন্ন অবদান রাখায় মৎস্য চাষিদের পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন- পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবুল কৃষ্ণ ওঝা।
পটিয়া : উপজলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আয়োজনে বর্ণাঢ্য র্যালি, পুকুরে পোনামাছ অবমুক্তকরণ এবং আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান করা হয়। পটিয়া উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াছ, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, প্রকৌশলী কমল কান্তি পাল, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহাবউদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক জামাল হোসেন ও রেঞ্জ কর্মকর্তা এমদাদ হোসেন। এতে আরও যোগ দেন বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, সহকারী তথ্য কর্মকর্তা রহমত উল্লাহ ও আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশ। আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা গাজী মো. মনির, আবছার উদ্দিন, মফিজুর রহমান, গোলাম হোসনে নান্নু, আবুল হোসেন, মিজানুর রহমান, আলমগীর আলম, জাহেদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাই; কৃষক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন এবং মৎস্যচাষি সাজ্জাদুল আলম সেলিম, মো. আবছার ও ইদ্রিস।
টাঙ্গাইল : জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক শরীফা হক। জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এর আগে ডিসি লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। এসব কর্মসূচিতে কর্মকর্তা ছাড়াও মৎস্য ব্যবসায়ী, খামারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।