ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বরকত উল্লাহ বুলু জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও সভাপতি আবদুর রহমান কফিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসাইন সাকু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন স্বপন চেয়ারম্যান। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর মোহাম্মদ মিলন, সচিব আইয়ুব পাটোয়ারী।

বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত সংগঠন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। প্রতিটি নেতাকর্মীকে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকতে হবে। এছাড়া উপজেলা ও ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত