
পাবনার আতাইকুলা থানার দুর্গম এলাকা চতরার বিলে সন্ত্রাসীদের গোপন আস্তানায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে পুলিশ আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের চতরার বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে আটক করেছে। আটকরা হলেন- পাবনা সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মনির হোসেন ও মালিগাছা ইউনিয়নের খোদাইপুর গ্রামের রেজাউল করিম। চতরা বিল এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
আতাইকুলা থানার ওসি হবিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে গড়ে উঠা ‘ময়েজ বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপ চতরার বিল এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
গভীর রাতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত ও গানপাউডারসহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয় এবং সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মনির হোসেন ও মালিগাছা ইউনিয়নের খোদাইপুর গ্রামের রেজাউল করিমকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান- আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, স্থানীয়ভাবে ডাকাতি ও চাঁদাবাজির উদ্দেশে এসব অস্ত্র তৈরি হচ্ছিল। তবে পুলিশ মনে করছে, এর পেছনে আরও বড় কোনো নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।