
রাজধানীর উপকণ্ঠ সাভারে তিন হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার সন্ধ্যায় হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার আবু রায়হান (২৫) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দক্ষিণ দুয়ারি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। সে হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় ভাড়ায় থেকে দীর্ঘদিন মাদক কারবার করে আসছিল। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় একটি গোপন সংবাদেরভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়।