
পাবনার ঈশ্বরদীতে প্রাণিসম্পদের স্টেকহোল্ডারদের সঙ্গে প্রাণিসম্পদের আইন ও এএমআর বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ মোছা. আকলিমা খাতুন। সভায় প্রধান অতিথি ছিলেন- ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন- ঈশ্বরদী খানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দু নূর। সভাপতির বক্তব্যে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়াবহতা, পরিণাম ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ প্রাণিসম্পদের স্টেকহোল্ডারদের প্রাণিসম্পদের বিভিন্ন আইন যেমন- মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০, পশুরোগ আইন ২০০৫, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১, প্রাণিকল্যাণ আইন ২০১৯ সম্পর্কে ধারণা দেন এবং লাইসেন্স বিহীনদের দ্রুত লাইসেন্স এর আওতায় আসতে বলেন।